সম্মুখসারির ব্যক্তিদের (ফ্রন্টলাইনার) দিয়ে শুরু হলো দেশে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম। একই সঙ্গে প্রথম দিনে বুস্টার ডোজ নিয়েছেন চার মন্ত্রী। আজ রোববার দুপুরে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) প্রতিষ্ঠানে টিকার বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়।
বুস্টার ডোজ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রথম বুস্টার ডোজ গ্রহণ করেন সেবিকা রুনু ভেরোনিকা কস্তা, যিনি দেশের প্রথম টিকা গ্রহণকারী ব্যক্তি। এরপর ক্রমান্বয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বুস্টার ডোজ গ্রহণ করেন।
আজ সবাইকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। প্রথম দিকে বয়স্ক ও ফ্রন্টলাইনাররা এ ডোজের টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন।