চিলমারীতে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি

ঢাকা টাইমস প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ১১:০৩

আইন থাকলেও নেই প্রয়োগ। সকল আইনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে চলছে অবৈধ ড্রেজার। অবৈধ ড্রেজারের দিয়ে কৃষিজমির মাঠি উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে শতশত একর ফসলি জমিসহ বসতবাড়ি। প্রভাবশালীদের হুমকি আর ভয়ে মুখ খুলছেন না অসহায় কৃষিনির্ভর জমির মালিকরা। ড্রেজারের সাথে মাটিবালি বহনকারী ট্রলি ও ট্রাক্টরের চাকায় নষ্ট হচ্ছে সড়ক আর ধুলায় অতিষ্ঠ এলাকাবাসী বাড়ছে রোগ ব্যধি। অভিযোগ করেও ফল পাচ্ছে না গ্রামবাসী।


জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের খড়খড়িয়া জামতলি এলাকায় কৃষি জমিতে ড্রেজার বসিয়ে চলছে বালু উত্তোলন। অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার বালু একটি চক্র দীর্ঘদিন থেকে জামতলি এলাকায় কৃষি জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। দীর্ঘদিন থেকে বালু উত্তোলনের ফলে গর্ত সৃষ্টি হয়ে বিলীন হচ্ছে ফসলি জমি ও ঘরবাড়ি। শুধু তাই নয়, বালু ও মাটি বহনকারী ট্রাক্টর ও ট্রলি সড়কে যাতায়াত করায় নষ্ট হচ্ছে সড়ক। এতে করে মানুষের দুভোগ চরমে উঠেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us