রাজস্ব আয়ে বড় বাধা অতিরিক্ত করহার

কালের কণ্ঠ ড. আবু আহমেদ প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ০৯:৫৫

বাংলাদেশে কিছু ধনী আরো ধনী হচ্ছে এবং দ্রুতগতিতে ধনী হচ্ছে। বিশ্বের যেসব দেশে এই প্রবণতা আছে, বাংলাদেশ তার সামনের সারিতেই আছে। সব দেশেই আর্থিক বিশেষজ্ঞরা সম্পদের সুষম বণ্টন বা সুযোগ-সুবিধা সমান করার পরামর্শ দিয়ে থাকেন, যাতে সবার জন্য জীবন সহনীয় হয়ে ওঠে এবং নিম্নস্তর থেকে মানুষ সহজে ওপরে উঠে আসতে পারে। এ জন্য ধনীদের ওপর বেশি ট্যাক্স বসানোর কথা বলা হয়, যাতে ‘ট্রান্সফার পেমেন্টের’ মাধ্যমে দরিদ্রদের মধ্যে বণ্টন করা যায়। দরিদ্রদের জন্য সরাসরি কম মূল্যে খাদ্য বিক্রি, ফুড ভাউচার প্রদান, রেশন দেওয়া অথবা কাজের বিনিময়ে খাদ্য প্রদান—এগুলো হচ্ছে এক ধরনের ট্রান্সফার পেমেন্ট। ধনীদের ওপর বেশি ট্যাক্স বসিয়ে গরিব লোকদের এভাবে পেমেন্ট করা হয়। অনেক দেশেই এটা করে। আরেকটা হচ্ছে তাদের ছেলেমেয়েদের জন্য শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা বিনা মূল্যে করে দেওয়া। দরিদ্ররা কখনো ওপরে উঠতে পারে না, যদি শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা না পায়। তাই সুযোগের সমতা নিশ্চিত করার লক্ষ্যেই বাজার অর্থনীতিতে গরিব লোকদের শিক্ষা ও স্বাস্থ্যের ব্যবস্থা নিখরচায় করার নিয়ম রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us