বন্ধুত্বের সম্পর্কে শঙ্কার বিষয়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১, ২২:১৬

সম্পর্কের ক্ষেত্রে শঙ্কার বিষয় নিয়ে প্রশ্ন আসলে প্রেম কিংবা বৈবাহিক সম্পর্কের কথাই সবার আগে মাথায় আসে। বন্ধুত্বের সম্পর্কেও যে এমন কোনো বিষয় থাকে তা মাথায় আনা অনেকের কাছেই অহেতুক মনে হতে পারে।


নিউ ইয়র্কের ‘সেক্স অ্যান্ড রিলেশনশিপ থেরাপিস্ট’ রেচেল রাইটস ‘ওয়েলঅ্যান্ডগুড’ ওয়েবাসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “যেকোনো ধরনের সম্পর্কে শঙ্কা বা ‘রেড ফ্ল্যাগ’ যে বিষয়টা নিয়ে ভাবছে এবং যাকে কেন্দ্র করে ভাবছে, সেটা মানুষভেদে ভিন্ন হয়। একই ব্যক্তি এ বিষয় নিয়ে ভাবার সময় একজন ব্যক্তির জন্য যে বিষয়কে আশঙ্কাজনক মনে করছে, ওই একই বিষয় আরেকজন ব্যক্তির জন্য হতে পারে ইতিবাচক দিক।”


লস অ্যাঞ্জেলেস’য়ের সনদস্বীকৃত ‘ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি থেরাপিস্ট’ কারলা জ্যামব্রানো-মরিসন বলেন, “প্রেম কিংবা বৈবাহিক সম্পর্কে একজন ব্যক্তির নেতিবাচক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে কমবেশি সবারই ধারণা আছে। বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা একই রকম। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us