ডিজিটাল অর্থনীতির পরিবেশ তৈরি ও বিকাশে নীতিমালা বাস্তবায়ন করবে সরকার। ডিজিটাল অর্থনীতির বিকাশে চতুর্থ শিল্পবিপ্লবের (ফোরআইআর) চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নির্ধারণ ও কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি ও চাকরির সুযোগ সৃষ্টি করবে সরকার। ‘ইনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনোমি’ প্রকল্পের আওতায় এমন উদ্যোগ নেওয়া হবে। প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ২ হাজার ৫৪১ কোটি ৬৪ লাখ টাকা।
প্রকল্পের আওতায় ২ হাজার ৫০৭ কোটি টাকা বিনিয়োগ করবে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক।। চলতি সময় থেকে ২০২৬ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। সমগ্র বাংলাদেশের ৮ বিভাগের ৬৪টি জেলা এবং সব সিটি করপোরেশন এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এরই মধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।