এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারত ও পাকিস্তানকে ধরা হয়েছিল টপ ফেভারিট। কারণ দুই দেশই যে সর্বশেষ আসরের যৌথ চ্যাম্পিয়ন। ঢাকায় এসে দুই দুই দলের অধিনায়কই বলেছিলেন- আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি। তবে ভারত চ্যাম্পিয়নদের মতো খেললেও, পাকিস্তান যেন কিছুতেই জয়ের রাস্তা খুঁজে পাচ্ছে না। জাপানের বিপক্ষে কোনো মতে হার এড়িয়ে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তান দ্বিতীয় ম্যাচে হেরে যায় ভারতের কাছে।
ঘুরে দাঁড়ানোর জন্য তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বর্তমান চ্যাম্পিয়নদের সামনে। কিন্তু শনিবার বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামে তারা ৩-৩ গোলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করে আবার পয়েন্ট হারিয়েছে। প্রথম কোয়ার্টারের শেষ দিকে লিড নেয় দক্ষিণ কোরিয়া। ১৪ মিনিটে কিম কিইউ বিয়োমের ফিল্ড গোল এগিয়ে দেয় আগের রাতে বাংলাদেশকে হারানো কোরিয়া।