বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিষেধক হিসেবে কার্যকরী ভূমিকাই রাখছে করোনা টিকা। তবে আবিষ্কারের পর থেকেই নানান অজুহাত ও কারণ দেখিয়ে টিকা না নিতে চাওয়া মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। এমনকি এর বিরুদ্ধে অনেক গুজবও রটানোর চেষ্টা করেছে নানান মহল।
তবে এবার ইংলিশ প্রিমিয়ার লিগের এক ফুটবলার করোনা টিকা না নিতে যেই কারণ দেখিয়েছেন, তা নিশ্চিতভাবেই বিশ্বে বিরল। পরিবারের সবাই নিরামিষভোজী হওয়ার কারণ দেখিয়ে করোনা টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছেন প্রিমিয়ার লিগের এক ফুটবলার। খবর ডেইলি মেইল ইউকে। এরই মধ্যে নিজের ক্লাবের মেডিকেল টিমকে এ বিষয়ে জানিয়ে দিয়েছেন সেই ফুটবলার।