আগামী ২০ জানুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। তবে এখনো চূড়ান্ত হয়নি টুর্নামেন্টের সূচি। ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সামনে কোনো আপাতত কোনো বাধা নেই।
তবে টানা সূচির কারণে সময় বাঁচাতে আসরের পরিসর কমিয়ে আনা হতে পারে। ভেন্যু কমিয়ে তিন থেকে দুইয়ে নামিয়ে আনা হতে পারে। টুর্নামেন্টের দল কমিয়ে ছয় থেকে পাঁচ করা হতে পারে। এনিয়ে চিন্তা-ভাবনা করছে বিসিবি।