দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। করোনাভাইরাস সংক্রান্ত জটিলতার কারণে এই সিরিজটি বাতিল হওয়ার শঙ্কা দেখা দেয়। তবে সকল জটিলতার অবসান ঘটালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন সিরিজ বাতিলের কোনো সুযোগ নেই। নিউজিল্যান্ড সিরিজ নিয়ে জটিলতা তৈরি হলে শনিবার ক্রিকেট বোর্ডের জরুরি সভার ডাক দেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।
সেখানে তিনি বলেন, ' দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে টানা খেলার মধ্যে রয়েছে ক্রিকেটাররা। এখন তারা নিউজিল্যান্ড সফরে রয়েছে। এটি শেষ করে দেশে ফেরার ৪-৫ দিনের মধ্যেই বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা আছে। এই ব্যস্ততা চলবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত।' বিসিবি সভাপতি আরও যোগ করেন, 'আমরা ওদের কোনো বিরতি বা বিশ্রামই দিতে পারছি না।