ফিলিপিন্সে আঘাত হানা শক্তিশালী টাইফুন রাই-য়ে মৃত্যু বেড়ে ১২তে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বৃহস্পতিবার আছড়ে পড়ার আগে ঘণ্টায় সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার গতির বাতাস নিয়ে অগ্রসর হওয়া রাইয়ের প্রভাবে অন্তত ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত, অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ ও যোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির পুরো চিত্র পায়নি।