পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ২০২১ সালটা কেটেছে স্বপ্নের মতো। এক ক্যালেন্ডার ইয়ারে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রানের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এবার নতুন এক চ্যালেঞ্জের সামনে রিজওয়ান। প্রথমবারের মতো ইংলিশ কাউন্টিতে খেলতে যাচ্ছেন তিনি।
আগামী গ্রীষ্মে কাউন্টির দল সাসেক্সের হয়ে খেলতে যাচ্ছেন রিজওয়ান। সাসেক্সে ওই পাক ওপেনারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সাবেক তারকা সারাহ টেইলর। মেয়েদের ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই উইকেটরক্ষক-ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো খেলেন সাসেক্স নারী দলে। রিজওয়ানকে নিয়ে টুইটারে সারাহ লিখেছেন, ‘রিজওয়ানের কাছ থেকে শেখার জন্য তর সইছে না, সাসেক্সের জন্য এটা সেরা চুক্তি।’