ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’-র আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো চলছে উদ্ধার কাজ। ঘূর্ণিঝড়ের আঘাতের পর অঞ্চলটিতে ব্যাপক গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। প্লাবিত হয়েছে গ্রাম। বাড়িঘর ও সৈকতের রিসোর্টগুলো থেকে তিন লাখের বেশি মানুষ অন্যত্র সরে গেছে। এটি মূলত ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে। শুক্রবার (১৭ ডিসেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার নির্বাহী পরিচালক রিকার্ডো জালাদ বলেন, টাইফুনের আঘাতে সিয়ারগাও দ্বীপটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের প্রাণহানি হয়েছে বলেও জানান তিনি। নিগ্রোস অক্সিডেন্টাল প্রদেশের গভর্নর ইউজেনিও হোসে ‘বং’ ল্যাকসন বলেন, রাজ্যের দক্ষিণের একটি শহর প্লাবিত হয়েছে টাইফুনের আঘাতে।