‘বামমনা’ পরমব্রত তৃণমূলের প্রচারে কেন, বললেন নিজেই

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২১, ২০:৫৬

আর মাত্র একদিন পরেই কলকাতার পুরভোট। এ নিয়ে সরব পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল। প্রচারণায় চমক দেখাতে ব্যস্ত প্রায় সব দলই। ফলে সব দলের প্রার্থীদের প্রচারণায় ছিল তারকাদের উপস্থিতি। কলকাতা পুরভোটে তৃণমূলের হয়ে অনেক তারকাই প্রচার করেছেন। শেষবেলায় সেই তালিকায় যুক্ত হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। শুক্রবার (১৭ ডিসেম্বর) কলকাতার নেতাজিনগরে ৯৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে প্রচার করতে দেখা গেল পরমব্রতকে।


এমনিতে বামমনা হিসেবেই পরিচিত পরমব্রত। রাজনৈতিক দলের প্রচারে তাকে এর আগে সেভাবে দেখা যায়নি। তবে ঘাসফুল শিবিরের প্রচারে হঠাৎ করেই দেখা গেল তাকে। শুক্রবার ৯৮ নম্বর ওয়ার্ডে অরূপ চক্রবর্তীর সমর্থনে মিছিলে অংশ নেন তিনি। ওই প্রচারণায় ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, তারকা বিধায়ক রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী ও জুন মালিয়া। আচমকা ঘাসফুল শিবিরের প্রচারে কেন?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us