আজ চিত্রনায়িকা শাবনূরের জন্মদিন। বিশেষ এই দিনটি কাটছে নায়িকার বর্তমান আবাসস্থল অস্ট্রেলিয়ার সিডনিতে। হাজার হাজার মাইল দূরে থাকলেও ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শাবনূরকে শুভাশীষ জানাচ্ছেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন বলা হয় শাবনূরকে।
স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে যার স্মৃতি রয়েছে সেই ভাগ্যবান, অনেকের কাছে তা এখনো উজ্জ্বল। চিত্রনায়ক নিরব শাবনূরের সঙ্গে নিজের কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। নিরবা জানালেন ছিলেন শাবনূরের ভক্ত, পরে সেই স্বপ্নকন্যার সঙ্গেই অভিনয়ের সুযোগ পান। এটা অভিনয় জীবনের অন্যতম প্রাপ্তি বলে জানালেন কালের কণ্ঠকে।