‘#বয়কটপুষ্পইনকর্নাটক’ এখন টুইটার ট্রেন্ড। ভারতের ন্যাশনাল ক্রাশ রাশমিকা মান্দানার নতুন ছবি পুষ্প নিয়ে খেপেছেন ভারতের কর্নাটক রাজ্যের সিনেমাভক্তরা। শুধু তা–ই নয়, তাঁরা এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। টুইটারে হ্যাশট্যাগ দিয়ে এই ছবি বয়কটের ঘোষণা দিয়েছেন। যা এই সময়ে টুইটারে ট্রেন্ড হিসেবে দেখা দিয়েছে।
তবে তাঁদের আপত্তি ছবির কোনো গল্প কিংবা পাত্র–পাত্রীকে নিয়ে নয়। ছবির ভাষা নিয়ে তাঁদের জোর আপত্তি। ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষার প্রচলন।