মৃত্যুকে আলিঙ্গন করা কি খুব সহজ? স্বাধীনতার জন্য দেশপ্রেমের আবেগ যখন দুর্দমনীয় হয়ে ওঠে মানুষের তখন ‘জীবন-মৃত্যু’ পায়ের ভৃত্যে পরিণত করে ফেলে। পৃথিবীর কোনো আধুনিক মারণাস্ত্র দেশপ্রেমিকের আবেগের সামনে দাঁড়াতে পারে না। পাকিস্তানিরা সারা বিশ্বে প্রচার করত বাঙালি ভীরু, অলস, কর্মবিমুখ, কাপুরুষ—যুদ্ধবিদ্যা তাঁদের কাজ নয়। এই ভেতো ও ভীরু বাঙালি মাত্র ৯ মাসের যুদ্ধে আধুনিক যুদ্ধবিদ্যায় পারদর্শী একটি সেনাবাহিনীকে পরাজিত করে আত্মসমর্পণ করতে বাধ্য করে। সারা পৃথিবী অবাক হয়ে লক্ষ করল নিরস্ত্র, নিরীহ একটি জাতি কী করে দেশপ্রেমকে হাতিয়ার করে একটি আধুনিক বাহিনীর সঙ্গে সমানে সমানে যুদ্ধ পরিচালনা করে যেতে পারে। একটি জাতি যখন স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়, নিজেদের সংহত করে, তখন তাদের স্বাধীনতার ইচ্ছা থেকে দূরে রাখা কঠিন হয়ে পড়ে। তার প্রমাণ আমরা পেয়েছি ভিয়েতনাম যুদ্ধে মার্কিন বাহিনীর পরাজয় দেখে। প্রমাণ রেখেছে বাঙালিরা ১৯৭১ সালে প্রত্যক্ষভাবে পাকিস্তানকে পরাজিত করে।