নামীদামি পুরস্কার বিতরণীর মঞ্চ। খেতাব ঘোষণার ফাঁকে ফাঁকে পারফর্ম করছেন একের পর এক তারকা। নাচ-গানের ধামাকায় দর্শক মাতোয়ারা। এবং তার পর? সেই তারকার ঝুলিতে বিপুল অঙ্কের সাম্মানিক। শাহরুখ-সলমন-ঋত্বিক থেকে করিনা-দীপিকা-প্রিয়ঙ্কা, কে নেই সেই তালিকায়! জানেন কি বলিউডের কোন অভিনেতা প্রথম টাকার বিনিময়ে এ ধরনের অনুষ্ঠান করা শুরু করেন?
কিছু দিন আগে এক অনুষ্ঠানে সেই তারকার নাম ফাঁস করলেন আর এক অভিনেতা অনিল কপূর। জানালেন, সলমন ‘ভাইজান’ খান-ই প্রথম টাকার বিনিময়ে পুরস্কার বিতরণীর মঞ্চ মাতানোর এই ধারা শুরু করেন। প্রথম বারের টাকার অঙ্ক তেমন বড়সড় না হলেও ইদানীং এ ধরনের অনুষ্ঠানে যোগ দিতে আকাশছোঁয়া দর হাঁকেন বেশির ভাগ তারকাই। অভিনেতার বাজার দর বেশি হলে তাতে রাজিও হয়ে যান উদ্যোক্তারা।