অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তোলার শপথ

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ১৭:২৬

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষের বিজয় দিবসে দেশবাসীকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি এ শপথ পড়ান। দেশের বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণি ও পেশার মানুষ এ শপথবাক্য পাঠের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।


যে শপথবাক্য পড়িয়েছেন প্রধানমন্ত্রী-



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্বের বুকে বাঙ্গালী জাতি প্রতিষ্ঠা করেছে তাঁর স্বতন্ত্র জাতিসত্তা। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের বিজয় দিবসে দীপ্ত কণ্ঠে শপথ করছি যে, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসবো। দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us