স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী হয়তো স্বাভাবিক সময়ে আরও জাঁকজমকের সঙ্গেই উদ্যাপিত হতো। কিন্তু করোনা অতিমারির কারণে এ দুই উপলক্ষ এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষও পরিকল্পনা অনুযায়ী উদ্যাপন করা সম্ভব হয়নি। তবে সীমাবদ্ধতার মধ্যেও রাষ্ট্রীয় উদ্যোগে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এবং বেসরকারি নানা আয়োজনে উদ্যাপন কম হয়নি। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও এসব উপলক্ষে প্রচুর বই প্রকাশিত হয়েছে, হচ্ছে এবং পত্রপত্রিকায় বিস্তর লেখা ছাপা হয়েছে বা হয়ে চলেছে।
টেলিভিশনেও অনেক কথা বলা হয়েছে এবং স্বভাবতই তা চলমান। হয়তো কেউ জিজ্ঞাসা করতে পারেন, এসব প্রকাশনা ও অনুষ্ঠানে কি আশানুরূপ মানের লেখা প্রকাশিত হয়েছে, চিন্তা জাগানোর মতো কথা শোনা গেছে? নাকি অভ্যস্ত ধারায় গতানুগতিক পথেই আবদ্ধ ছিল আমাদের চিন্তা।