বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে টাঙ্গাইলে ভারতীয় ছত্রীসেনার অবতরণ ও পাকিস্তানি বাহিনীর নাটকীয় আত্মসমর্পণ এই যুদ্ধের মোড় ফেরানো ঘটনা। মাত্র পাঁচ দিন পর, ১৬ ডিসেম্বর, ঢাকায় পাকিস্তানি বাহিনী সদলবলে ভারতীয় ও মুক্তিবাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে, অথচ ঢাকা দখলের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা তখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।
এত দ্রুত যে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করবে, সে বিবেচনাও যৌথ কমান্ডের সামনে ছিল না। অবস্থা বদলে দিল ‘টাঙ্গাইল এয়ারড্রপ’ নামে পরিচিত ১১ ডিসেম্বরের সে ঘটনা। ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিবাহিনীর কৌশলগত পরিকল্পনার নিখুঁত বাস্তবায়ন, পাকিস্তানি বাহিনীর নির্বুদ্ধিতা ও কিছুটা নির্ভেজাল সৌভাগ্য, এই তিন ঘটনার সম্মিলনে সমর ইতিহাসের অবিস্মরণীয় এক ঘটনার সাক্ষী হয়ে থাকল টাঙ্গাইল। প্রামাণিক তথ্যের ভিত্তিতে এখানে সে ঘটনার পুনর্নির্মাণ করা হলো। সঙ্গে থাকল সামান্য কল্পনার ছোঁয়া।