শেষ দশ বছরে আর্জেন্টিনার সেরা দুই সাফল্য ২০১৪ বিশ্বকাপ ফাইনালে খেলা, আর চলতি বছরের কোপা আমেরিকা জয়। দুটো সাফল্যেরই সারথি ছিলেন সার্জিও আগুয়েরো।
সেই আগুয়েরো ফুটবলকে বিদায় বলেছেন গতকাল বুধবার। ফুটবলকে বিদায় বলে ফেললেও সামনের বছর কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপে সার্জিও আগুয়েরোকে দলে চায় আর্জেন্টিনা, জানাচ্ছে দেশটির সংবাদ মাধ্যম। বয়স মাত্রই ৩৩ ছুঁয়েছে । ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, জ্লাতান ইব্রাহিমোভিচরা তার চেয়েও বেশি বয়স নিয়ে খেলে যাচ্ছেন দিব্যি।
তিনিও হয়তো খেলতেন, কিন্তু শেষমেশ তা আর হয়নি। হৃদযন্ত্রের সমস্যা পথ আগলে দাঁড়িয়েছিল তার। সে কারণেই গতকাল আবেগঘন এক সংবাদ সম্মেলনে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।