পরিবহনমালিকদের কাছে মানুষ কতটা জিম্মি, সেটি নতুন করে কিছু বলার নেই। দুর্বৃত্তায়িত রাজনীতির সঙ্গে পরিবহনমালিকদের সখ্যের কারণে তাঁদের বিরুদ্ধে সরকারও কোনো ব্যবস্থা নেয় না। ফলে সড়কে নৈরাজ্যের জন্য পরিবহনমালিকদের অনেক দায় থাকলেও সহজেই পার পেয়ে যান। তঁাদের কারণে মানুষের ভোগান্তি ও দুর্ভোগের চিত্র দেখা গেল ময়মনসিংহ-নান্দাইল সড়কে।
সেখানে বেসরকারি পরিবহনমালিকদের চাপে সরকারি সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করেছে। প্রতিবাদে তাঁরা মানববন্ধন করেছেন এবং শিগগিরই বিআরটিসি বাস চালুর দাবি জানিয়েছেন।