সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের খোঁজে

সমকাল খালেকুজ্জামান প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ০৮:৪৪

আমাদের মুক্তিযুদ্ধের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। আর অর্ধশতাব্দী পরে তা মনে হয় পাতালগামী হয়ে পড়েছে। যে কারণে আজ বিবর্ণ বাংলাদেশের চেহারা নিয়ে আমাদের স্বাধীনতার ৫০ বছরপূর্তি তথা সুবর্ণজয়ন্তী উদযাপন করতে হচ্ছে। এ দীর্ঘ সময়ে আমাদের বস্তুগত বিস্তৃত আকার আয়োজন, ইট-কাঠ- পাথরের নানা ধরনের ছোট-বড় স্থাপনা, আন্তর্জাতিক মানের তুলনায় ব্যয়বহুল দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ড মাথা তুলে দাঁড়িয়েছে। অন্যদিকে, মানবতা, মানবিক মর্যাদা, মনুষ্যত্ববোধ, সামাজিক দায়বোধ, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা-গণআকাঙ্ক্ষা মাথা নিচু করে হুমড়ি খেয়ে পড়ছে নিত্যদিন।


আমাদের মুক্তিযুদ্ধ ছিল নিরস্ত্র জনগণের সশস্ত্র মুক্তিযুদ্ধ। এক বিরল ঐতিহাসিক জনযুদ্ধ। যে চেতনা তৎকালীন সাড়ে সাত কোটি বাঙালি-আদিবাসী জনগোষ্ঠীকে জীবন উৎসর্গীকৃত মনোভাবে জাগিয়ে মুক্তিযুদ্ধে এক মন এক প্রাণে দাঁড় করিয়েছিল, তা গড়ে ওঠার দীর্ঘ ইতিহাস রয়েছে। ব্রিটিশ-পাকিস্তান ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করতে করতেই আমাদের স্বাধীনতার বোধ তৈরি হয়েছিল। সাম্রাজ্যবাদী লুণ্ঠন ও শোষণের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করতে করতেই শোষণমুক্তি তথা সাম্যের ধারণা এসেছিল। পরাধীন দেশের মানুষকে মানুষ হিসেবে জ্ঞান না করা, অবজ্ঞা করার বিরুদ্ধে দাঁড়িয়েই মানবিক মর্যাদার সন্ধান এ ভূখণ্ডের মানুষ পেয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us