জাতীয় দলের মতো ক্লাবেও লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন, বার্সেলোনায় সার্জিও আগুয়েরোর যাওয়াটাই ছিল সেই স্বপ্ন নিয়ে। কিন্তু ভাগ্যের পরিহাস। আগুয়েরো যখন বার্সার, মেসি হয়ে গেলেন প্যারিস সেন্ট জার্মেইর। দেখা আর হলো না। হলো না একসঙ্গে ন্যু ক্যাম্প মাতানো। তবে আর্জেন্টিনার হয়ে প্রায় ১৫ বছর একসঙ্গে খেলেছেন মেসি-আগুয়েরো।
মেসি এখনও খেলছেন, আগুয়েরোর শেষ টানতে হলো হঠাৎ হৃদযন্ত্রের সমস্যায়। বার্সেলোনার ন্যু ক্যাম্পে বিদায়বেলায় সংবাদ সম্মেলন করতে গিয়ে চোখের জল আর ধরে রাখতে পারেননি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই স্ট্রাইকার। রীতিমত কান্নায় ভেঙে পড়েন। এভাবে ফুটবলকে বিদায় বলতে হবে, ভাবতেও যে পারেননি! ভাবতে পারেননি তার সবচেয়ে কাছের বন্ধু মেসিও। এক বিশাল ফেসবুক স্ট্যাটাসে আবেগের সবটুকু যেন ঢেলে দিলেন ফুটবলের খুদে জাদুকর।