প্রথমবারের মতো বাংলাদেশে সফরে এসে খুবই খুশি বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দুই দেশের মধ্যে যে ব্যাপক ও প্রাণবন্ত সম্পর্ক রয়েছে তা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় রাষ্ট্রপতি। বুধবার বিকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রামনাথ কোবিন্দ এসব কথা বলেন।
বিকাল চারটার দিকে প্রধানমন্ত্রী হোটেল সোনারগাঁওয়ে আসেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, ভারতের রাষ্ট্রপতি ভারত-বাংলাদেশ সম্পর্ককে ব্যাপক এবং প্রাণবন্ত বলে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা যোগাযোগের ওপর জোর দিচ্ছি।
ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারতের উন্নয়ন অংশীদার বাংলাদেশ। ভারত-বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব ব্যাপক এবং প্রাণবন্ত। বাংলাদেশের তিনটি উদযাপনের অংশ নিতে পেরে তিনি খুবই খুশি বলে জানান রামনাথ কোবিন্দ।