ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়তন ও জনসংখ্যা বাড়লেও সে অনুপাতে জনবল বাড়েনি বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার (১৫ ডিসেম্বর) নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ সিটির ৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন শেষে তাপস গণমাধ্যমকে এ কথা জানান।
মেয়র তাপস বলেন, আমরা পাঁচটি অঞ্চলের জনবল (সাংগঠনিক কাঠামো) দিয়ে দশটি অঞ্চলের কাজ করছি, সেবা দিচ্ছি। যদিও আমাদের আয়তন অনেক বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু জনবল বাড়েনি। পাঁচটি অঞ্চলের যে জনবল আমাদের নির্দিষ্ট করে দিয়েছে, তা দিয়ে আমরা দশটি এলাকার কাজ সম্পন্ন করছি। সুতরাং আমাদের জন্য কাজটি অত্যন্ত দুরূহ। আমাদের বাকি পাঁচটি অঞ্চলের সাংগঠনিক কাঠামো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সরকারের উচ্চ মহল বা মন্ত্রণালয় এ সংক্রান্ত বিষয় দ্রুত নিষ্পত্তি করে আমাদের সাংগঠনিক কাঠামো অনুমোদন দেবে বলে আমরা আশা করছি। তাহলে আমরা আরও জনবল নিয়োগ দিয়ে ঢাকাবাসীকে সঠিকভাবে সেবাটা নিশ্চিত করতে পারবো।