বগুড়ার সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া পাঁচজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার বেলা ১১টায় স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। ওসি বলেন, মঙ্গলবার রাতেই একজনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তার পকেটে থাকা মোবাইলের মাধ্যমে তার লাশ শনাক্ত করা হয়। এছাড়া বুধবার বেলা ১১টায় আরও চারজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই লাশগুলোর শনাক্তের জন্য বিভিন্ন ধরনের বর্ণনা দিয়েছিল নিহতদের পরিবার। সেই বর্ণনা অনুযায়ী লাশগুলো মিলে গেলে শনাক্ত করা হয়। এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা স্বজনদের থেকে নোট নেয়ার পর স্বজনদের সামনে লাশগুলো শনাক্তের প্রক্রিয়া করি।