বাংলাদেশের শহরগুলোর অর্থনীতি, পরিবেশ ও নগর-স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে নগরকৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে অভিমত দিয়েছেন একটি সেমিনারে অংশ নেওয়া বিশেষজ্ঞরা।তারা বলছেন, এটি নগরায়ণের ফলে সৃষ্ট দারিদ্র ও খাদ্য নিরাপত্তাহীনতা হ্রাস করে, নগরের বাসিন্দাদের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং পরিবেশ রক্ষা করে। এর পাশাপাশি এই ধরনের কৃষি থেকে নিম্ন আয়ের পরিবারগুলো প্রতিদিন তাজা ও পুষ্টিকর ফল এবং শাকসবজির যোগান পাওয়ায় তা থেকে তাদের ভিটামিন, খনিজ ও উদ্ভিজ্জ প্রোটিনের চাহিদা পূরণ হয়।
গতকাল মঙ্গলবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর কনভেনশন হলে শহর এলাকায় খাদ্য ও পুষ্টির নিরাপত্তায় নগরকৃষির ভূমিকার ওপর এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংস্থা ব্র্যাক, প্ল্যাটফর্ম অব কমিউনিটি অ্যাকশন অ্যান্ড আর্কিটেকচার, প্রশিকা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (জিএআইএন) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।