বর্তমানে বিশ্বব্যাপী ফেসবুক পেজে ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা ৬৬ মিলিয়নেরও বেশি! এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশেও অনলাইন ব্যবসা এখন বেশ জনপ্রিয়। পেজ যেমন বাড়ছে তেমনি বাড়ছে প্রতিযোগিতা। এ কারণে আগের মতো এখন অরগ্যানিক ওয়েতে রিচ বাড়ছে না। ব্যবসায় মন্দাও যাচ্ছে অনেকের। অপরদিকে এটাও মানতে হবে ফেসবুক ছাড়া ব্যবসা করা সহজ না।
আর বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তো কল্পনাই করা যায় না। অনেক সময় দেখা যায় পেজের অরগ্যানিক রিচ কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছে ব্যবসা। অরগ্যানিক রিচ হচ্ছে, কোনো পেইড ডিস্ট্রিবিউশন ছাড়া অর্থাৎ বুস্টের মতো কাজ ছাড়া আপনার পেজ থেকে কত মানুষ আপনার কনটেন্ট দেখছেন, সেটিকে বলা হয়। পেইড প্রমোশন করলে আপনি তাৎক্ষণিকভাবে সুবিধা পেতে পারেন।