বর্তমান যুগে প্রায় সবার মোবাইল ফোনেই থাকে অনেক ছবি, তথ্য, বিভিন্ন অ্যাপ। অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টও যুক্ত থাকে মোবাইলে। অধিকাংশ স্মার্ট ফোনে তথ্য সুরক্ষার জন্য বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত প্রযুক্তি ব্যবহার করা হয় - ফেস ডিটেক্টর , ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার-এর মতো বায়োমেট্রিক ব্যবস্থা দেওয়া থাকে। সম্প্রতি ফোনের ফেসিয়াল রিকগনিশন পদ্ধতি ব্যবহার করে হুয়াং নামে চীনের এক ব্যক্তি চুরি করেছে।
ফোনের ফেসিয়াল রিকগনিশন কতটা ভয়াবহ হতে পারে তা এ ঘটনা সামনে আসায় প্রমাণিত হল। সম্প্রতি হুয়াং নামে চীনের এক ব্যক্তি প্রেমিকার সঙ্গে কয়েকদিন ধরে থাকছিলেন। প্রেমিকা ডং রাতে ঘুমিয়ে পড়লে হুয়াং প্রেমিকার ফোনটি নিয়ে প্রেমিকার আঙুলের ছাপ দিয়ে ফোনটি আনলক করে ফেলে।