বগুড়ার ধুনটে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে সোহাগী খাতুন (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত সোহাগী খাতুন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ফড়িংহাটা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, সোহাগী খাতুনের সঙ্গে তার স্বামীর পারিবারিক বিষয়াদি নিয়ে বেশ কিছুদিন ধরে কলহ চলে আসছিল।
প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবার খেয়ে স্বামীর ঘরে ঘুমোতে যান তিনি। রাত ২টার দিকে শহিদুল তার স্ত্রীকে বিছানায় না পেয়ে ঘরের আলো জ্বালান। এ সময় স্ত্রীকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।