ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একশো নয় কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।বুধবার(১৫ ডিসেম্বর) সকালে উপজেলার আশুগঞ্জ গোলচত্বর এর পাশে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কুষ্টিয়া জেলার মোহাম্মদ ইমরান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুলতানপুর এলাকার অর্ণব মুন্সি ও নোয়াখালীর মাইজদী এলাকার রুবেল।