একজন হিটলার বিদায় হয়েছে ঠিকই, কিন্তু হিটলাররা ধ্বংস হয়নি; তারা আছে। হিটলার যে পুঁজিবাদী ব্যবস্থার প্রতিনিধি ছিল ও রক্ষক সেজেছিল, সে ব্যবস্থাটা ভাঙতে না পারলে হিটলাররা বিদায় হবে না।
রাষ্ট্র ও সরকারের চরম নির্লিপ্ততায় এবং আশকারায় ধর্মীয় মৌলবাদীরা বাংলাদেশেও মাথাচাড়া দিয়ে উঠেছে। বর্তমান সরকার তাদের এত দিন নানাভাবে লাই দিয়ে এসেছে। এখন বুঝতে পারছে যে এরা একটি রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে উঠেছে এবং ভবিষ্যতে সেভাবেই তৎপরতা চালাবে। সরকারের দৃষ্টিতে বিএনপিই মনে হয় একমাত্র শত্রু।