ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এখন ঢাকার পথে রয়েছেন। তিনি তিন দিনের সফরে আজ বুধবার সকালে ঢাকায় আসছেন।
ঢাকার উদ্দেশে রামনাথ কোবিন্দের রওনার বিষয়ে ভারতের রাষ্ট্রপতির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করা হয়েছে।
টুইটে বলা হয়, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মুজিব শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বার্ষিকীর বিশেষ উদ্যাপনে অংশ নিতে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন। করোনা মহামারি শুরুর পর এটাই রাষ্ট্রপতির প্রথম রাষ্ট্রীয় সফর।