সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এ মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুককে।
মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মহানগর শাখার পুলিশ সুপার নাঈমা সুলতানা। তিনি বলেন, সম্প্রতি মিতু হত্যা মামলায় নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তিনি তদন্ত এগিয়ে নেবেন। আশা করি দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।