স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মহান বিজয় দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, সন্দেহ হলে প্রত্যেক ব্যক্তি ও যানবাহনকে যথাযথভাবে তল্লাশি করা হবে। নিরাপত্তার প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মহান বিজয় দিবস ২০২১ এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠানমালা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আয়োজিত ‘নিরাপত্তা বিফ্রিং’ এ এসব কথা বলেন তিনি। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ শিরু মিয়া মিলনায়তনে এ ‘নিরাপত্তা বিফ্রিং’ এর আয়োজন করা হয়।