ফেনীতে মাদক মামলায় রাজমিস্ত্রীর যাবজ্জীবন

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ১৮:৩৬

ফেনীতে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় কামরুল হাসান নামে এক রাজমিস্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফের আদালতে এ রায় ঘোষণা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত কামরুল হাসান ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বরইয়া গ্রামের তনু মিয়ার ছেলে। রায় ঘোষণাকালে তিনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।  


মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ২৬ নভেম্বর ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের সুলতান পুর সুইপার কলোনির সামনে থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন কামরুল হাসান। এ ঘটনায় ফেনী মডেল থানার এসআই হাক্কানী বাদী হয়ে মামলা করেন। একই বছরের ৩০ ডিসেম্বর এ মামলা তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেন এসআই মো. মাহবুবুর রহমান। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us