‘মানবাধিকার মানে শুধু গুম, খুন থেকে রক্ষা নয়’

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ১৬:৫৬

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেছেন, মানবাধিকার মানে শুধু গুম, খুন থেকে রক্ষার অধিকার নয়। বাসস্থানের অধিকার, শিক্ষার অধিকার, নারী ও শিশুদের অধিকারও মানবাধিকার। আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) অনলাইনে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত টেকসই উন্নয়নে কন্যাশিশুর নিরাপত্তা ও জেন্ডার সমতা বিষয়ক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।


নাছিমা বেগম বলেন, আমরা ভেবেছিলাম করোনাকালে নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতন কমবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নির্যাতন আরও বেড়েছে। এই জায়গাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ করছি। মানবাধিকার কমিশন এটা নিয়ে কাজ করে যাচ্ছে। প্রথমবারের মতো ন্যাশনাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব না। তাই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us