অগ্রহায়ণের শেষে পাহাড়ে ধান কাটার মৌসুম চলছে। পাকা ধানের খোঁজে ঝাঁকে ঝাঁকে আসছে টিয়া পাখি। চাষিরা একদিকে তাড়াচ্ছেন, আরেক দিক দিয়ে আবার ঘুরে এসে খেতে নামছে টিয়াগুলো।
খাগড়াছড়ি শহরের কাছে আপার পেরাছড়ার গ্রামের ‘নিউজিল্যান্ড’ সড়কে এমনই দৃশ্য দেখা যাচ্ছে।
সড়কের দুই পাশে বিস্তীর্ণ ধানক্ষেতের আকাশে ঝাঁকে ঝাঁকে টিয়া উড়ে বেড়াচ্ছে। প্রতিটি ঝাঁকে কয়েকশ টিয়া রয়েছে।