গাই টার্ফ নামের এক ব্যক্তি একাধিক মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্পার্ম (শুক্রাণু) দান করতেন। যার ফলে এখন তিনি শত শত সন্তানের পিতা, এমনটাই হাসপাতালের বরাত দিয়ে জানাচ্ছে বেলজিয়ামের একটি গণমাধ্যম। বেলজিয়ামে ২০০৭ সালে শুক্রাণু দানের বিষয়টি আইনি স্বীকৃতি পাওয়ার পর থেকে ওই ব্যক্তি ঘেন্ট ও ব্রাসেলসের নানা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে শুক্রাণু দান করেছেন।
গাই টার্ফ এখন বেলজিয়ামের বাইরে থাকেন। যখন বেলজিয়ামে ছিলেন তখন তার পেশাই ছিল স্পার্ম ডোনেট করা। যার ফলে অনেকেই এখন জানতে পারছে তাঁদের পিতা গাই টার্ফ। দুই বছর ধরে তিনি সপ্তাহে দুবার শুক্রাণু দান করেন, যা থেকে আয় হতো ৫০ ইউরো।