কাগজে-কলমে বগুড়া শহরের সাতমাথা থেকে পার্ক রোড হয়ে ফুলতলা পর্যন্ত সড়কটির নাম শহীদ সাইফুল ইসলাম সড়ক। ১৯৭৪ সালের ৮ এপ্রিল এ সড়কের নামকরণ করে বগুড়া পৌরসভা। কিন্তু সড়কের কোথাও নেই নামফলক। শহরবাসীর কাছে সড়কটি পরিচিতি পেয়েছে গোহাইল রোড নামে।
১৯৭১ সালে স্বাধীনতা-পরবর্তী সময়ে বগুড়া শহরের বিভিন্ন সড়কের নামকরণ করা হয়েছিল মহান মুক্তিযুদ্ধের কয়েকজন শহীদ ও বীর মুক্তিযোদ্ধার নামে। কিন্তু নামকরণ করেই দায় সারার কারণে শহীদ স্মৃতি রক্ষায় এই উদ্যোগ কোনো কাজে আসেনি। নেই নামফলকও। কারও মুখেও এসব সড়কের নাম শোনা যায় না।
অন্যদিকে স্থানীয় ব্যক্তিরা কিছু সড়কের নামকরণ শহীদদের নামে করলেও, তা পৌরসভার নথিতে নেই। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সড়কে শহীদদের নামফলক পুনঃ স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।