এনাল ফিশার হলে কী করবেন?

যুগান্তর প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ১০:০৫

মলদ্বারের ব্যথায় অনেকেই ভুগে থাকেন।  ফিশার মানে মলদ্বারে ঘা অথবা ফেটে যাওয়া।  এটি দুই ধরনের হয়।  তীব্র (একিউট) ফিশার হলে রোগীর মলদ্বারে অসম্ভব ব্যথা হয়।  দীর্ঘস্থায়ী (ক্রনিক) ফিশারে ব্যথার তারতম্য হয়।  এটি যে কোনো বয়সে হতে পারে।



এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বৃহদন্ত্র ও পায়ুপথ সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম ফজলুল হক। 


এনাল ফিশার হওয়ার জন্য দায়ী সাধারণত কোষ্ঠকাঠিন্য অথবা মলত্যাগের সময় কোত দেয়া। এ ছাড়া শক্ত মল বের হওয়ার সময় মলদ্বার ফেটে যায় বলে মনে করা হয়। যারা আঁশযুক্ত খাবার খান তাদের এ সমস্যাটি কম হয় বলে মনে করা হয়। আঁশযুক্ত খাবারের মধ্যে রয়েছে শাকসবজি, কাঁচা ফলমূল, আলু, ছোলা, ইসবগুলের ভূসি ইত্যাদি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us