আগামী সপ্তাহ থেকে চট্টগ্রাম বন্দরে নতুন সার্ভিস জেটি

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ১০:০১

চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন বিভিন্ন জাহাজের সুরক্ষা ও বন্দরের অপারেশনাল কার্যক্রমে গতি আনতে চালু হচ্ছে নতুন সার্ভিস জেটি। এই জেটির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন বিভিন্ন ধরনের প্রায় ৩৫টি ভেসেল পরিচালনা করা হবে। ৮৩ কোটি টাকা ব্যয়ে ৭২২ ফুট লম্বা সাইজের এই সার্ভিস জেটি আগামী ২০ ডিসেম্বর উদ্বোধন হওয়ার কথা রয়েছে।


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে বন্দরের সার্ভিস জেটি থাকলেও মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২০০৮ সালে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অপরিকল্পিতভাবে সদরঘাট সহ কর্ণফুলী নদীর বিভিন্ন স্থানে এসব জাহাজের নোঙ্গর করা হতো। এর ফলে জরুরী প্রয়োজনে ভেসেলগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সময়ক্ষেপণ হতো। তাই নতুন এই সার্ভিস জেটি নির্মাণের ফলে এসব সংকট দূর হয়েছে।


চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের বারিক বিল্ডিং এলাকায় কর্ণফুলী নদীর পাড়ে ১ নম্বর জেটি এলাকায় নির্মিত হয় এই সার্ভিস জেটি। এটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতুন ওহাব এ বারিক (জেভি)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us