জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু না থাকলে আমরা স্বাধীনতা পেতাম না। সে কারণে সবকিছু ভুলে গিয়ে এক কাতারে আমাদের শামিল হতে হবে যে জাতির পিতা বঙ্গবন্ধু, এখানে কোনও ভুল নেই।
সোমবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।