ঘটনাবহুল বছর ২০২১। এ বছর উদযাপিত হচ্ছে জাতির পিতার জন্মশতবর্ষাকী,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। আর এ বছরই শহীদ বুদ্ধিজীবী দিবসেরও সুবর্ণজয়ন্তী। স্বাধীনতা যুদ্ধের সময়ে প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৯ জন শিক্ষক।
তবে এই শিক্ষকদের শহীদ হওয়ার সুবর্ণজয়ন্তীতে তাদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই কোনও বিশেষ আয়োজন। প্রতিবছরের মতো এবারও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নেওয়া হয়েছে কর্মসূচি। তবে দিবসটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে নেই কোনও বিশেষ আয়োজন।