দশ বছরে কফির দাম এখন সর্বোচ্চ। ২০২২ সালের ফসলের পরিস্থিতি কেমন হতে যাচ্ছে তা দেখতেই ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যে ছুটছেন কমোডিটি ট্রেডিং হাউজের কফি বিশেষজ্ঞরা।
এ বছর সামগ্রিক কৃষি পরিস্থিতি বেশ শোচনীয় ছিল বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী এ দেশটিতে। সাম্প্রতিক খরা ও এরপর তুষারপাতের পর প্রায় ২০ শতাংশ কফি ফসল নষ্ট হয়ে যায়, এরফলে ঝুঁকিতে পড়েছে ভবিষ্যত উৎপাদনও। এরপরই কফির দাম বাড়তে থাকে। ফসলের প্রকৃত অবস্থা বোঝা যাবে জানুয়ারির শেষদিকে।