কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ৪০ লাখেরও বেশি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছে ব্রিটিশ সরকার। সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে যুক্তরাজ্য থেকে ভ্যাকসিনের প্রথম চালান দেশে এসেছে।
করোনাভাইরাস অতিমারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াই ও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার করতে যুক্তরাজ্যের এই ভ্যাকসিন বাংলাদেশকে সাহায্য করবে। ঢাকাস্থ বৃটিশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে।
উল্লেখ্য, এ বছরের জি-৭ সম্মেলনে যুক্তরাজ্য ২০২২ সালের জুনের মধ্যে সারাবিশ্বে ১০ কোটি করোনাভাইরাস ভ্যাকসিন ডোজ দান করার প্রতিশ্রুতি দেয়। বাংলাদেশকে প্রদানকৃত এই ভ্যাকসিন অনুদানটি এ সম্মেলনের প্রতিশ্রুতির ফলস্বরূপ এসেছে। যুক্তরাজ্যের অনুদানের ভ্যাকসিন ডোজগুলির শতকরা ৮০ ভাগ কোভ্যাক্স সুবিধার মাধ্যমে বিতরণ করা হবে।