চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা এমন একজন নারী কর্মীকে বরখাস্ত করেছে যিনি কিছুদিন আগেই তার এক জ্যেষ্ঠ সহকর্মী এবং প্রতিষ্ঠানটির একজন মক্কেলের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন।চিঠিতে ওই নারী কর্মীকে বরখাস্তের কারণ হিসেবে “মিথ্যা প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম নষ্টে”র কারণ দেখিয়েছে আলিবাবা।“আলিবাবা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে” এমন পরিস্থিতির কথা বলে ওই নারী অগাস্ট মাসে তার অভিযোগ জনসমক্ষে প্রকাশ করেন।
অভিযোগ অনুসারে, এক পেশাগত সফরে ওই যৌন নিপীড়নের ঘটনা ঘটে।অভিযুক্ত জ্যেষ্ঠ সহকর্মীকে বরখাস্ত করলেও আলিবাবা তার বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা তুলে নিয়েছে। অভিযুক্ত অপর ব্যক্তি, আলিবাবার মক্কেল “সম্ভবত” এখনও পুলিশের তদন্তাধীন আছেন।ব্যাপক প্রচার পাওয়া এই মামলাটি চীনের কর্মক্ষেত্রে নারীদের হয়রানির বিষয়টি তুলে ধরেছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।