‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’—গোবিন্দ হালদারের লেখা ও আপেল মাহমুদের সুর করা ও গাওয়া এই গান ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জোগাতে গাওয়া হতো।
লেখার শিরোনামে ‘ফুল’ শব্দটির পরিবর্তে ‘গাছ’ শব্দটি প্রতিস্থাপিত করা হয়েছে। এখন বিজয়ের মাস। সশস্ত্র মুক্তিযুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। কিন্তু দারিদ্র্য, আর্থিক বৈষম্য, দুর্নীতি, ভোটাধিকার প্রয়োগ, টেকসই উন্নয়নের যুদ্ধ এখনো অব্যাহত আছে। এসব ক্ষেত্রে বিজয় এখনো আমাদের অধরা রয়ে গেছে। বিজয়ের মাসে তাই জাতির অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত এসব বিষয় আলোচনা প্রয়োজন।