বিয়ের মরসুম: কোথায় গেলে ভাড়া পাবেন বিয়ের সাজসজ্জার সামগ্রী?

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ১৭:০১

বাঙালির কাছে বিয়ে মানেই জমকালো সাজগোজ। জীবনের অন্যতম স্মরণীয় দিনে বিশেষ সাজ-পোশাকে কেউ কমতি করতে চায় না কখনো। কিন্তু সাধ্যের মধ্যে সবটুকু খায়েশ মেটানোর সুযোগ কয়জনের আর হয়! শুধু একদিনের জন্য এত খরুচে কেনাকাটা করা অপচয়ও বটে। অতরিক্ত খরচ না করে বিয়েতে মনমতো সাজসজ্জা করার কার্যকর উপায় হতে পারে বিয়ের সামগ্রী ভাড়ায় নেওয়া।


বিয়ের কেনাকাটার জন্য ঢাকায় সবচেয়ে আদর্শ গন্তব্য হলো এলিফ্যান্ট রোড। গায়ে হলুদের ডালা-কুলা থেকে শুরু করে শেরওয়ানি-নাগরা পর্যন্ত সব পাওয়া এলিফ্যান্ট রোডের দোকানগুলোতে। নব্বইয়ের দশক থেকেই এসব দোকানে বিয়ের শেরওয়ানি, পাগড়ি, নাগরা, ওড়না, মালা ভাড়া দেয়ার রীতি শুরু হয়েছে। এলিফ্যান্ট রোডে প্রায় ৫০টির মতো শেরওয়ানির দোকান আছে, সবগুলোতেই বিক্রির পাশাপাশি ভাড়া দেওয়া হয়। একদিনের জন্য বাড়তি খরচ না করে এসব দোকান থকে বিয়ের পোশাক ভাড়া নেয়ার প্রবণতা বাড়ছে সব শ্রেণির ক্রেতার মাঝেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us